নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার সেরা বই সমূহ | Best Nurani Quran learning books in Bangladesh?

নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার সেরা বই সমূহ | Best Nurani Quran learning books in Bangladesh?

আমদের দেশে সঠিকভাবে তাজবীদ সহ কুরআন শিখার একটি সংকট লক্ষনীয়। অনেক আগে থেকে এদেশে মক্তব এ যেয়ে বা হুজুরদের তত্যাবধানে থেকে কুরআন শিক্ষার প্রচলন থাকলেও অনেক ক্ষেত্রেই সেই শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলার অনেক জায়গা থেকে যেত। আমার কথা শুনে আপনারা অনেকে হয়ত অবাক হচ্ছেন কিন্তু আপনি একটু খোঁজ নিলেই আমার কথার সত্যতা খুজে পাবেন। বেশি দূর যাওয়ার দরকার নেয় মাত্র ১০-১৫ বছর আগেও যারা কুরআন তিলাওয়াত শিখেছে তাদের তিলাওয়াতটা একবার কোন একজন দক্ষ আলেম বা ক্বারি কে দিয়ে যাচাই করিয়ে দেখুন দেখবেন ১০ জনের ৭-৮ জনের ই তিলাওয়াত শুদ্ধ হয়না।

এর পেছনে অনেক কারণ রয়েছে যেমনঃ আমাদের নিজেদের উদাসীনতা, মানুষের মধ্যে সঠিকভাবে তিলাওয়াত এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার চেষ্টা না করা, দক্ষ আলেম বা শিক্ষক এর সংকট ইত্যাদি।

তবে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে চিত্রটা অনেকটাই ভিন্ন। বর্তমানে বাজারে অনেক বই এর পাশাপাশি দক্ষ আরবি শিক্ষক বা হুজুর তৈরী হয়েছে এবং ভবিষ্যতে এর পরিমাণ আরো বাড়বে ইনশাল্লাহ।

কিন্তু সমস্যা হচ্ছে অনেক ভালো বই যেমন বাজারে বের হচ্ছে তার পাশাপাশি অনেক মানহীন বই ও বাজারে বের হয়েছে। আপনার জন্য সঠিক ও মানসম্পন্ন বইটি খুজে নিতে না পারলে সেটা আপনার আরবি ও কুরআন শিখার যাত্রা মসৃণ না করে ঊল্টো করে দিতে পারে দুর্গম।

তাই এই আর্টিকেল টিতে আমি বাজারের অনেক বই গুলোর মধ্যে সেরা ৪টি বই নিয়ে আলোচনা করবো। যেগুলোর মধ্য থেকে আপনার পছন্দমত ও প্রয়োজন মত যেকোনো একটা বা একাধিক বই বেছে নিলে তা নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার জন্য আপনার সহায়ক হবে ইনশাল্লাহ।

বই কিনলে কি হুজুর লাগবে না?

এখানে ঊল্লেখিত প্রত্যকটি বই এর মধ্যে মাখরাজ থেকে শুরু করে নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার প্রত্যকটি নিয়ম খুব সুন্দরভাবে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দেয়া হয়েছে। কিন্তু, তাই বলে এই বই গুলো সংগ্রহ করলেই আপনার আর কিছু লাগবে না বা কোন হুজুর বা আলেমের কাছে গিয়ে শিখতে হবে না এরকম ভাবার কোন সুযোগ নেয়।

আরবি ভাষায় এমন অনেক শব্দের ঊচ্চারন আমাদের বাংলা ভাষার থেকে অনেক আলাদা যেগুলো কোন এক দক্ষ আলেম বা হুজুরের তত্যাবধানে থেকেই শিকতে হবে।

আবার এরকম টাও ভাবার সুযোগ নেয় যে হুজুরের কাছে গেলে বই এর আর কি দরকার কেননা বই এর মধ্যে সকল নিয়মগুলো খুব সুন্দরমত সাজানো ভাবে দেওয়া থাকে এবং পাশাপাশি অনেক অনুশীলন করার জন্য শব্দ, সুরা ইত্যাদি দেয়া থাকে।

হুজুর তো সারাক্ষাণ আপনাকে সময় দিতে পারবে না। কিন্তু বই সব সময় আপনার সাথে থাকবে আপনি যখন ইচ্ছা পড়তে পারবেন।

তাই বই এবং একজন দক্ষ আলেম এই দুই মিলেই সঠিক ও সহীহ শিক্ষা পাওয়া সম্ভব।

বিঃদ্রঃ এই আর্টিকেল এ আমি যে সকল বই গুলো কে নিয়ে আলোচনা করছি এবং যেসকল বিশ্লেষণ গুলো তুলে ধরছি এগুলো একান্তই আমার নিজস্ব মতামত। তাই আমার মতামত নেওয়ার পর আপনার নিজস্ব বিবেক, বুদ্ধি কাজে লাগিয়ে প্রয়োজনে আরো যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত গ্রহন করুন এবং আপনার জন্য উপযুক্ত বইটি সংগ্রহ করুন।

নূরানী পদ্ধতিতে ২৭ ঘন্টায় কুরআন শিক্ষা

এই বইটিতে আমাদের লিস্টের অন্য সব বইয়ের তুলনায় সবচেয়ে বেশি বিস্তারিত ও ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করা হয়েছে। এই বইটির পুরো কারিকুলামটিকে ২৭টি ভাগে ভাগ করা হয়েছে যেমনটা বইটির নাম থেকে কিছুটা ধারণা করা যায়।

নূরানী পদ্ধতিতে ২৭ ঘন্টায় কুরআন শিক্ষা

এই বইটিতে আরবি হরফ চেনার থেকে শুরু করে আস্তে আস্তে মাখরাজ ও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আরবি হরফ গুলো চেনা ও পড়ার ক্ষেত্রে একটি বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে প্রত্যকটি হরফ এর সাথে সেই হরফটি কত আলিফ টান দিয়ে পড়তে হবে তা দাগ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। যেমনঃ জীম এর ৩ আলিফ টান হয় এজন্য এর ঊচ্চারনটি লেখা হয়েছে 'জী---ম'

এভাবে ভেঙ্গে ও বুঝিয়ে লিখার ফলে শুদ্ধভাবে উচ্চারন শেখা পাঠকদের জন্য অনেক সহজ হবে ইনশাল্লাহ।

নূরানী পদ্ধতিতে ২৭ ঘন্টায় কুরআন শিক্ষা - জী---ম

২২৫-২৩০ পৃষ্ঠার বইটি যথেষ্ট বড়, কুরআন শিক্ষার বই সচরাচর এত বড় হয়না। তবে বইটি তুলনামুলক মোটা হলেও বইটিতে অন্যকিছু নিয়ে আলোচনা করা হয়নি পুরো বই জুরে শুধু নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা নিয়েই আলোচনা করা হয়েছে। এতে করেই ধারণা করা যায় বইটি কতটা যত্ন নিয়ে লেখা হয়েছে।

এই বইটি সংগ্রহ করুনঃ



২৪ ঘণ্টায় কুরআন শিক্ষা-কালার পেইজ

পূর্বের বই এবং এই বইটির নাম দেখে বিভ্রান্ত হবেন না। বই দুইটির নাম কিছুটা এক তবে বই দুটি আসলে আলাদা এবং লেখার ধরন ও ভিতরের লেখায় অনেক অনেক পার্থক্য রয়েছে। এই বইটির কারিকুলামকে ২৪ টি ভাগে ভাগ করা হয়েছে যা বইয়ের নাম থেকে ধারণা করা যায়।

২৪ ঘণ্টায় কুরআন শিক্ষা-কালার পেইজ

বইটির একটি লক্ষণীয় বিষয় হচ্ছে বইটির কালার পেইজ এবং লেখাগুলো কে ভিবিন্ন কালার দিয়ে লেখা হয়েছে। বাচ্চারা সাধারণত কালার করা বই পড়তে অনেক বেশি পছন্দ করে থাকে এজন্য এই বইটি তাদের কে আকর্ষণ করতে সক্ষম হবে ইনশাল্লাহ।

এই বইটিতে আরবি অক্ষর চেনার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় যা রয়েছে তা হল প্রতিটি অক্ষরকে এর কাছাকাছি দেখতে অক্ষরের সাথে তুলনা করে দেখনো হয়েছে। অনেক সময় দেখা যায় অনেকে একটি অক্ষর অন্যটির সাথে গুলিয়ে ফেলে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি দেখা যায়। এই বইটি পড়ার মাধ্যমে এই সমস্যাটি খুব সহজে কাটিয়ে ওঠা সম্ভব হবে ইনশাল্লাহ।

২৪ ঘণ্টায় কুরআন শিক্ষা-কালার পেইজ - অক্ষরকে এর কাছাকাছি দেখতে অক্ষরের সাথে

তাছাড়া এই বইতে অক্ষরগুলো অনেকটা বড় রাখা হয়েছে এর ফলে বইটি সব বয়সের পাঠকরা অনেক সাচ্ছন্দের সাথে পড়তে পারবে ইনশাল্লাহ।

এই বইটি সংগ্রহ করুনঃ



নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা

এই বইটিতে নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার নিয়মগুলো দেওয়ার পাশাপাশি অনেক ছোট ছোট মাসনুন দোয়া ও জীবন ঘনিষ্ট কিছু মাসআ্লা মাসায়েল দেওয়া হয়েছে।

নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা

বইটির শুরুতে আল্লাহর ৯৯টি নাম দেওয়া হয়েছে।

নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা - আল্লাহর ৯৯ নাম

বইটিতে কালিমা, ওযু ও গোসল নিয়ম, নামাজের বিভিন্ন মাসআলা ইত্যাদি দেওয়া হয়েছে। এই বইটি পড়ার মাধ্যমে সহীহভাবে কুরআন শিক্ষার পাশাপাশি প্রতিদিন প্রয়োজন হয় এমন অনেক মাসনুন দোয়া ও মাসআ্লা শিখতে পারবে। এই বইটি বাচ্চাদের জন্য বেশি উপকারী হবে কেননা বাচ্চাদের জন্য এই বিষয়গুলো এখন থেকেই জেনে নেওয়া এবং সেগুলো নিয়মিত আমল করা অনেক বেশি জরুরী বিষয়।

নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা - প্রতিদিন প্রয়োজন হয় এমন অনেক মাসনুন দোয়া

তাছাড়া বড়রাও কোন একটা দোয়া বা মাসআ্লা ভুলে গেলে এখান থেকে দেখে নিতে পারবেন। এগুলো ছাড়াও যারা প্রতিদিন প্রয়োজন হয় এমন দোয়া ও মাসআ্লার বাইরে আরো অতিরিক্ত কিছু শিখতে চায় তাদের কেও এই বইটি খুশি করতে পারবে ইনশাল্লাহ।

এই বইটিতে জানাযার নামাজের নিয়ম থেকে শুরু করে ঈদের খুৎবা পর্যন্ত অনেক বিষয়ের দোয়া ও মাসআ্লা দেওয়া হয়েছে।

এই বইটি সংগ্রহ করুনঃ



সহীহ কুরআন শিক্ষা পদ্ধতি

সহীহ কুরআন শিক্ষা পদ্ধতি

এই বইটি আগের সবগুলো বই থেকে কিছুটা আলাদা। এই বইটিতে নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার নিয়মগুলো দেওয়ার পাশাপাশি শুরুতে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা দেওয়া হয়েছে যা আর কোন বইতে দেওয়া হয়নি।

আমরা অনেকেই কুরআন সহীহ শুদ্ধভাবে পড়ার গুরুত্ব উপলব্ধি করতে পারি না। এই বইটির শুরুতে কুরআন সহীহ ভাবে পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।

এছাড়াও কুরআন তিলাওয়াত করার সময় আমরা যেসকল ভুল গুলো করে থাকি সেগুলো দুই ধরনের। একটি গোপন ছোট ভুল ও আরেকটি প্রকাশ্য বড় ভুল। আমরা যদি প্রকাশ্য বড় ভুল করি তাহলে কুরআনের আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যাবে যাতে কুফরি ও হয়ে যেতে পারে। এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

সহীহ কুরআন শিক্ষা পদ্ধতি - গুরুত্বপূর্ণ আলোচনা দেওয়া হয়েছে

এই বইটি পড়ার মাধ্যমে একজন পাঠক সহীহ শুদ্ধ ভাবে কুরআন শিক্ষা করার গুরুত্ব উপলব্ধি করতে পারবে। সহীহ শুদ্ধ ভাবে কুরআন শিক্ষা করার পর এই কথা গুলো আমল করলে তার নামাযে ধিরতা আসবে এবং নামাজ আরো বেশি সুন্দর হবে ইনশাল্লাহ।

এই বইটি সংগ্রহ করুনঃ