আল কুরআনের সেরা বাংলা অনুবাদ | Best Quran's bangla translation in Bangladesh

আল কুরআনের সেরা বাংলা অনুবাদ | Best Quran's bangla translation in Bangladesh

মুসলিম হিসেবে আমরা আল কুরআন তিলাওয়াত করে থাকি। কিন্তু, যেহেতু আল কুরআন আরবি ভাষায় নাজিলকৃত এবং বাঙ্গালী হিসেবে আমরা আরবি ভাষা জানি না, তাই কুরআন নিয়মিত পড়লেও আমাদের কাছে তার অর্থ থেকে যায় অজানা। ভাষা না বোঝার কারনে আমরা ইবাদতে স্বাদ পাইনা এবং ইবাদতের প্রতি অনিহার সৃষ্টি হয়।

এ সকল সমস্যার সমাধান হতে পারে একটি বাংলা অনুবাদ সহ আল কুরআন।

তবে সমস্যা হচ্ছে বাজারে আল কুরআনের অনেক বাংলা অনুবাদ থাকলেও সেসব অনুবাদ গুলোর ভাষা শৈলী, শব্দ চয়ন এবং ব্যকরণ সহজ ও বোধগম্য নয়। তাছাড়া কুরআন কে বোঝার জন্য এবং এর থেকে শিক্ষা গ্রহণ করার জন্য একটা বিশ্বমানের পাঠ্যসুচি (যেখানে প্রতিটি শব্দকে ভেঙ্গে ভেঙ্গে বোঝানো থাকবে, প্রতিটি আয়াত এবং সুরার বিষয়বস্তু, প্রেক্ষাপট, এবং ব্যাখ্যা সুন্দর ভাবে গুছিনো থাকবে) মেনে কুরআনের অনুবাদ করা আবশ্যক।

তবে মেনে নিতে কষ্ট হলেও সত্যি হচ্ছে এই যে, এইসব গুলো বিষয় একটিমাত্র অনুবাদ এ পাওয়া অনেকটা অসম্ভব। আর বাজারে এমন কোন অনুবাদ আছে বলে আমার জানা নেয় যেটি এই সবগুলো বিষয় একসাথে প্রদান করতে পারে।

তাছাড়া যেহেতু প্রত্যকটি মানুষের চাহিদার ভিন্নতা রয়েছে। তাই, আজকে আমি বাজারের সবগুলো কুরআনের অনুবাদ কে ভিন্ন ভিন্ন মানুষের চাহিদার ওপর ভিত্তি করে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে আলোচনা করার চেস্টা করবো কাদের জন্য কোন অনুবাদটি সবচেয়ে ভাল হতে পারে।

আজকের এই আরটিকেল এ আমি বাজারের সব সেরা আল কুরআনের অনুবাদ সমুহকে মোট ৩ ভাগে ভাগ করেছিঃ

১। অর্থের ওপর প্রাধান্য

২। উচ্চারনের ওপর প্রাধান্য

৩। ব্যাখ্যার ওপর প্রাধান্য

বিঃদ্রঃ এই আর্টিকেল এ আমি যে সকল অনুবাদ গুলো কে নিয়ে আলোচনা করছি এবং যেসকল বিশ্লেষণ গুলো তুলে ধরছি এগুলো একান্তই আমার নিজস্ব মতামত। তাই আমার মতামত নেওয়ার পর আপনার নিজস্ব বিবেক, বুদ্ধি কাজে লাগিয়ে প্রয়োজনে আরো যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত গ্রহন করুন এবং আপনার জন্য উপযুক্ত অনুবাদটি সংগ্রহ করুন।

১। অর্থের ওপর প্রাধান্য

মহিমান্বিত কুরআন - শব্দে শব্দে অর্থ

এই অনুবাদটি করেছেন মুফতি আবু উমামা কুতুবুদ্দীন মাহমূদ ও মুফতি আব্দুল্লাহ শিহাব। এখন পর্যন্ত বাংলা ভাষায় কুরআনের যতগুলো অনুবাদ করা হয়েছে সেসব গুলোর মধ্যে এটি একেবারে প্রথম সারীতে থাকবে নিঃসন্দেহে।

মহিমান্বিত কুরআন - শব্দে শব্দে অর্থ

এই অনুবাদটির নামের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে এর মূল প্রাধান্য হচ্ছে কুরআনের অর্থ। এতে প্রতিটি শব্দের অর্থ ভেঙ্গে ভেঙ্গে দেওয়া হয়েছে যেটা এর আগে আর কোন অনুবাদের ক্ষেত্রে করা হয়নি। এর পাশাপাশি বোঝার সুবিধার জন্য পুরো আয়াতের অর্থ আবার আলাদাভাবে আয়াত নাম্বার সহ দিয়ে দেয়া হয়েছে।

কি রয়েছে মহিমান্বিত কুরআন - শব্দে শব্দে অর্থে

এই অনুবাদটি কুরআন এর অর্থ বুঝার পাশাপাশি যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক তাদের জন্য অনেক সহায়ক হবে।

আল কুরআনের এই অনুবাদের সম্পূর্ণ টি এক খন্ডে সংগ্রহ করুনঃ



যারা এই অনুবাদটি একাধিক ছোট ছোট খন্ডে সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করুনঃ



২। উচ্চারনের ওপর প্রাধান্য

উচ্চারনের ওপর প্রাধান্য দিয়ে করা হয়েছে এমন দুটি অনুবাদ নিয়ে আমি এখানে আলোচনা করবো।

সহজ কোরআন

এই অনুবাদটি করেছেন অধ্যাপক মুহাম্মদ মোজাম্মেল হক (১৮৬০-১৯৩৩)। তিনি অন্যতম প্রসিদ্ধ বাঙালি কবিঁ ও সাংবাদিক। তিনি বাঙালি-মুসলমানদের জন্য সর্বপ্রথম পাঠ্যপুস্তক রচনা করেন।

সহজ কোরআন

এই অনুবাদটিতে সহীহ শুদ্ধভাবে কুরআন পাঠ করার জন্য অনুবাদের পাশাপাশি কুরআনের প্রতিটি শব্দ উচ্চারনের বিভিন্ন নিয়ম যেমন ইকফা, গুন্নাহ, ক্‌বলক্‌বলা ইত্যাদির ওপর ভিত্তি করে ভিবিন্ন কালার দিয়ে বর্ণগুলোকে লেখা হয়েছে। এবং আপনি এই কালার গুলো দেখে যেন এই কালার দ্বারা কি বোঝানো হচ্ছে তা বুঝতে পারেন তার জন্য প্রতিটি পৃষ্টার নিচে কোন কালার দ্বারা কি বোঝানো হচ্ছে তা দিয়ে দেয়া হয়েছে।

সহজ কোরআন সুরা বাকারা

যার ফলে কুরআনের এই অনুবাদটি আপনি তিলাওয়াত করার সময় আপনার একজন হোম টিউটর এর মত কাজ করবে। আপনি এই কুরআন তিলাওয়াত এর মাধ্যমে খুব সহজে আপনার শুদ্ধ তিলাওয়াত এর চর্চা করতে পারবেন।

এছাড়াও যাদের তাজভীদের নীয়মগুলো জানা নেয় তাদের জন্য শুরুতেই নিয়মগুলো কালার সহ দেওয়া রয়েছে।

সহজ কুরআন তাজভীদের নীয়মগুলো

আল কুরআনের এই অনুবাদটি সংগ্রহ করুনঃ



কালার কোডেড উচ্চারণ ও অনুবাদ সহ সহজ কোরআন

এই অনুবাদটি করেছেন মুহাম্মদ ইব্রাহীম ইবনে আদম।

কালার কোডেড উচ্চারণ ও অনুবাদ সহ সহজ কোরআন

এই অনুবাদটিতেও সহজ কুরআন এর মতই সহীহ শুদ্ধভাবে কুরআন পাঠ করার জন্য অনবাদের পাশাপাশি কুরআনের প্রতিটি শব্দ উচ্চারনের বিভিন্ন নিয়ম ওপর ভিত্তি করে ভিবিন্ন কালার দিয়ে বর্ণগুলোকে লেখার পাশাপাশি প্রতিটি পৃষ্টার নিচে কোন কালার দ্বারা কি বোঝানো হচ্ছে তা দিয়ে দেয়া হয়েছে।

কালার কোডেড উচ্চারণ ও অনুবাদ সহ সহজ কোরআন - সুরা আন নাস

এগুলো ছাড়াও এই অনুবাদটির একটি অতিরিক্ত সুবিধা হচ্ছে এর ফন্ট গুলো কিছুটা বড় এবং বর্ণগুলো সহজ কোরআন এর তুলনায় বেশি স্পষ্ট। যার ফলে একটু বৃদ্ধ বা ছোট বাচ্চাদের এই অনুবাদটি তিলয়াত করতে অনেক সহজ হবে।

বিঃদ্রঃ এই অনুবাদটির একটি বিষয় হচ্ছে এটি পরিপূর্ণ কুরআন এর অনুবাদ নয়। এতে আমলের ১৩টি ফজিলতপূর্ণ সূরাসহ সহজ ৪৭টি সূরা দেয়া হয়েছে। তবে সুন্দর ও বড় ফন্ট এবং স্পষ্ট ছাপার কথা মাথায় রেখে এটি এই লিস্টে রাখা হয়েছে।

আল কুরআনের এই অনুবাদটি সংগ্রহ করুনঃ



৩। ব্যাখ্যার ওপর প্রাধান্য

উচ্চারনের ওপর প্রাধান্য দিয়ে করা হয়েছে এমন তিনটি অনুবাদ নিয়ে আমি এখানে আলোচনা করবো।

নূরানী বঙ্গানুবাদ কোরআন শরীফ

এই অনুবাদটি করেছেন মাওলানা মোবারক করীম (ফাযেল দারুল উলুম, দেওবন্দ - ভারত)

নূরানী বঙ্গানুবাদ কোরআন শরীফ

আল কোরআন এর এই অনুবাদটিতে প্রতিটি আয়াতের নিচে তার বাংলা অর্থের পাশাপাশি পৃষ্টার নিচে প্রয়োজনিয় আয়াত সংশ্লিষ্ট তথ্য এবং সুরাহ ও আয়াত নাযিলের প্রেক্ষাপট এর সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। এছাড়াও পৃষ্টার ডানে বা বামে আয়াত ও সুরার প্রয়োজনিয় সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করা হয়েছে যার মাধ্যমে পাঠকরা প্রতিটি সুরা ও আয়াত পাঠ করার সাথে সাথে সেই সুরা ও আয়াত সমুহ সম্পর্কে একটা সংক্ষিপ্ত ও স্পষ্ট ধারনা পেতে সক্ষম হবে।

নূরানী বঙ্গানুবাদ কোরআন শরীফ সুরা বাকারাহ

এই অনুবাদটির আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে প্রদত্ত ব্যাখ্যা ও প্রেক্ষাপট এর বর্ণনা সমুহকে রাখা হয়েছে সংক্ষিপ্ত যার ফলে সাধারণ পাঠকদের জন্য এর থেকে প্রয়োজনীয় বিষয়গুলো খুব অল্প সময়ে জেনে নিয়ে সে অনুযায়ী আমল করা সহজ হবে।

আল কুরআনের এই অনুবাদটি সংগ্রহ করুনঃ



তাফহীমুল কুরআন

এই অনুবাদটি করেছেন মাওলানা আবদুল মান্নান তালিব

তাফহীমুল কুরআন

পূর্বের অনুবাদটির মত এই অনুবাদটিতেও কুরআনের আয়াতগুলোর অর্থ দেওয়ার পাশাপাশি আয়াতগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে এর মধ্যে পার্থক্য হচ্ছে এর ব্যাখ্যা গুলো করা হয়েছে বিস্তর।

তাফহীমুল কুরআন সুরা ফাতিহা

যারা কুরআনের সুরা ও প্রতিটি আয়াত সম্পর্কে একটি স্পষ্ট ও কিছুটা গভীর ধারণা রাখতে চান তাদের জন্য এই অনুবাদটি একটি ভালো অপশন হতে পারে। এই অনুবাদটিতে কিছুটা বিশদ ব্যাখ্যা করার কারণে এর আকার অনেকটা বড় হয়েছে যার ফলে এই অনুবাদটি এক খন্ডে রাখা হয়নি। এই অনুবাদটির সর্বমোট ১৯টি খন্ড রয়েছে।

আল কুরআনের এই অনুবাদটির সবগুলো খন্ড একত্রে সংগ্রহ করুনঃ



আল কুরআনের এই অনুবাদটির খন্ডগুলো পৃথকভাবে সংগ্রহ করুতে লিংক এ click করুনঃ

১ম খন্ড|২য় খন্ড|৩য় খন্ড|৪র্থ খন্ড|৫ম খন্ড|৬ষ্ঠ খন্ড|৭ম খন্ড|৮ম খন্ড|৯ম খন্ড|১০ম খন্ড|১১তম খন্ড|১২তম খন্ড|১৩তম খন্ড|১৪তম খন্ড|১৫তম খন্ড|১৬তম খন্ড|১৭তম খন্ড|১৮তম খন্ড|১৯তম খন্ড

যারা প্রথমবারের মত কোরআন এর অনুবাদ সহ পড়বেন তাদের জন্য এর আগের অনুবাদটি অধিক উপযুক্ত হবে বলে আমার ধারণা।

শব্দে শব্দে আল কুরআন

এই অনুবাদটি করেছেন মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান

পূর্বের অনুবাদটির মত এই অনুবাদটিতেও কুরআনের আয়াত গুলোর অর্থ প্রদানের পাশাপাশি একটু বিস্তর ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তবে এর একটি অতিরিক্ত সুবিধা হচ্ছে এতে কুরআনের অর্থ ও ব্যাখ্যা প্রদানের পাশাপাশি আয়াতগুলোর গুরুত্বপূর্ণ শব্দগুলোর শব্দার্থ দেওয়া হয়েছে।

শব্দে শব্দে আল কুরআন সুরা ফাতিহা

যার ফলে যারা কুরআন এর আয়াত সমুহের অর্থ ও ব্যাখ্যা পড়ার পাশাপাশি প্রতিটি আয়াতের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ শব্দগুলো শিখে নিতে পারবে। যা আরবি ভাষা শিখার ক্ষেত্রে অনেক সহযোগী হবে এবং পরবর্তীতে অনুবাদ না দেখে শুধু আরবি পড়ে অর্থ বোঝার একটা দক্ষতা তৈরী হবে।

যেহেতু, পূর্বের অনুবাদটির মত এই অনুবাদটিতেও কিছুটা বিস্তর ব্যাখ্যা এবং তার ওপর শব্দার্থও প্রদাণ করা হয়েছে তাই স্বাভাবিক ভাবেই এটিকে কে একটি মাত্র খন্ডে রাখা সম্ভব হয়নি। এই অনুবাদটির সর্বমোট ১৪টি খন্ড রয়েছে।

আল কুরআনের এই অনুবাদটির সবগুলো খন্ড একত্রে সংগ্রহ করুনঃ



আল কুরআনের এই অনুবাদটির খন্ডগুলো পৃথকভাবে সংগ্রহ করুনঃ

১ম খন্ড|২য় খন্ড|৩য় খন্ড|৪র্থ খন্ড|৫ম খন্ড|৬ষ্ঠ খন্ড|৭ম খন্ড|৮ম খন্ড|৯ম খন্ড|১০ম খন্ড|১১তম খন্ড|১২তম খন্ড|১৩তম খন্ড|১৪তম খন্ড