সেরা ই কমার্স সাইট গুলোর কুপন কোড / প্রোমো কোড এবং অফার | Coupon Code / Promo Code and offers of ecommerce sites in Bangladesh

সেরা ই কমার্স সাইট গুলোর কুপন কোড / প্রোমো কোড এবং অফার | Coupon Code / Promo Code and offers of ecommerce sites in Bangladesh

প্রোমো কোড / কুপন কোড কি?

প্রোমো কোড বা কুপন কোড হল - কিছু আলফানিউমেরিক সংখ্যার দ্বারা তৈরী এক ধরনের কোড (যেমন - SUMMER20) যা ব্যবহারকারীদের জন্য বিশেষ ছাড় বা সুবিধা প্রদান করে। অনলাইন কেনাকাটার জন্য ব্যবহৃত এই কোডগুলি সাধারণত অস্থায়ী সময়সীমার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং নির্দিষ্ট পণ্য বা পরিষেবার জন্য প্রযোজ্য।

এই কোডগুলি ব্যবহার করে গ্রাহকরা নির্দিষ্ট শতাংশের ছাড়, বিনামূল্যে শিপিং, বা অন্যান্য আকর্ষণীয় অফার পেতে পারেন। প্রোমো কোডগুলি কোম্পানির প্রচার ও প্রসারের কৌশলের অংশ হিসেবে ব্যবহৃত হয় যাতে তারা নতুন গ্রাহকদের আকর্ষণ করতে এবং বিদ্যমান গ্রাহকদের ধরে রাখতে পারে। প্রোমো কোডগুলি সাধারণত কোম্পানির ওয়েবসাইট, ইমেইল নিউজলেটার, সোশ্যাল মিডিয়া পোস্ট, অথবা বিভিন্ন অংশীদার ওয়েবসাইটের মাধ্যমে প্রচারিত হয়।

উদাহরণস্বরূপ, একটি ই-কমার্স ওয়েবসাইট প্রোমো কোড SUMMER20 প্রদান করতে পারে, যা ব্যবহার করে গ্রাহকরা তাদের কেনাকাটায় ২০% ছাড় পেতে পারেন। কোডটি ব্যবহার করতে, গ্রাহককে তাদের কেনাকাটার চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ চেকআউটের সময় কোডটি প্রবেশ করাতে হয়। এরপর কোডটি যাচাই করা হয় এবং গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে ছাড় পেয়ে যান।

প্রোমো কোডগুলি গ্রাহকদের জন্য যেমন আকর্ষণীয় সুযোগ তৈরি করে, ঠিক তেমনি ব্যবসার জন্যও একটি কার্যকরী পদ্ধতি হিসাবে কাজ করে, যা বিক্রয় বাড়াতে এবং ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের বিশ্বাস বাড়াতে সহায়তা করে।

বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় ই কমার্স সাইট বিভিন্ন ধরনের কুপন কোড / প্রোমো কোড প্রদান করে।

রকমারি ই কমার্স

রকমারি ডটকম বাংলাদেশের অন্যতম একটি অনলাইন ই কমার্স সাইট। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দ্রুততার সাথে জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশি মালিকানাধীন ই কমার্স গুলোর মধ্যে রকমারির নাম সবার আগে চলে আসে। তারা শুরুতে শুধুমাত্র বই বিক্রি করলেও বর্তমানে তারা বইয়ের পাশাপাশি আরো অন্যান্য জিনিস যেমনঃ অরগানিক খাদ্য সামগ্রি, বিউটি প্রোডাক্ট, গ্রোসারি (মুদি মালামাল), ইসলামিক এক্সেসরিজ, ইলেকট্রনিক্স সামগ্রী, Stationery, খেলাধুলার সামগ্রী, বাচ্চাদের বিভিন্ন সামগ্রী,পোশাক সহ আরো বিভিন্ন জিনিস বিক্রি করছে এবং ধিরে ধিরে তাদের পণ্যের সংখ্যা আরো বাড়িয়ে চলেছে।

তারা তাদের সকল প্রোডাক্ট গুলোকে বিভিন্ন ক্যাটাগরি যেমনঃ বই, ইলেক্ট্রনিক্স, সুপার স্টোর, কিডস জোন ইত্যাদিতে ভাগ করে রেখেছেন আবার প্রতিটি ক্যাটাগরির মধ্যে অসংখ্য সাব ক্যাটাগরি রয়েছে। তাছাড়াও প্রতিটি পেইজ এ নির্দিষ্ট প্রডাক্ট টি খুজে পাওয়ার জন্য রয়েছে সার্চ, ও ফিল্টার করার সুব্যবস্থা।

এর ফলে একজন ক্রেতা খুব সহজে তাঁর প্রয়োজনিয় প্রোডাক্ট টি খুজে পাবে। তারা দ্রুত ডেলিভারি সার্ভিস প্রদান করে থাকে এবং দেশের প্রতিটি অঞ্চলে প্রোডাক্ট পৌঁছে দেয়ার নিশ্চয়তা দেয়।

রকমারি প্রোমো কোড ও অফার | Rokomari Promo Code and Offer

রকমারি নিয়মিতভাবে বিশেষ প্রোমোশন ও ডিসকাউন্ট অফার করে থাকে।

তাদের প্রোমো কোড ও অফার গুলো হলঃ

১। Rokomari Influencer Promo Code (INFLUENCER)

এই কোড টি ব্যবহার করে এক্সট্রা 5% ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্ট পেতে এই লিংকের মাধ্যমে rokomari.com ভিজিট করে অর্ডার করার সময় INFLUENCER কোড টি ব্যবহার করুন।

২।Rokomari App Promo Code (APPUSER)

এই কোড টি মুলত Rokomari Mobile App ব্যবহারকারীদের জন্য। আপনি যদি তাদের Mobile App ব্যাবহার করে অর্ডার করেন এবং এই APPUSER Promo Code টি ব্যবহার করেন তাহলে আপনি এক্সট্রা 3% ডিসকাউন্ট পাবেন (এই ডিসকাউন্ট সকল প্রোডাক্টের ক্ষেত্রে নয়। তাই অর্ডার করার পূর্বে চেক করে নিবেন)। রকমারির মোবাইল App ডাউনলোড করতে ভিজিট করুন rokomari.com পেজেটির একবারে নিচে ফুটার সেকশনের ডানপাশে তাদের App ডাউনলোড করার লিংক পেয়ে যাবেন। এন্ড্রয়েট, অ্যাপল দুই ভার্সনই এভেইলেবল রয়েছে।

Rokomari-App-Promo-Code-(APPUSER)-com-রকমারি

৩। বোনাস কয়েন

রকমারিতে তারা তাদের নিজস্ব একটি কয়েন সিস্টেম চালু রেখেছে। এটি কোন বাস্তব কোন কয়েন নয়। এটি একটি পয়েন্ট সিস্টেম। আপনি যত কেনাকাটা করবেন তত আপনি কয়েন বা সহজ ভাষায় পয়েন্ট পাবেন। সেই পয়েন্টগুলো ব্যবহার করে আপনি আপনার পরবর্তী অর্ডার করার সময় বিভিন্ন ছাড় ও শিপিং ফ্রিসহ অনেক সুবিধা গ্রহন করতে পারবেন।

Purchage-earn-coin-Rokomari-com-রকমারি-বোনাস-কয়েন

৪। কুইজ

রকমারিতে অর্ডার করে কয়েন জেতার পাশাপাশি কুইজ খেলেও কয়েন জেতা যায়। তারা তাদের ওয়েবসাইট ও মোবাইল App এ বিভিন্ন সময়ের বিভিন্ন বড় বড় উৎসব বা অনুষ্ঠান গুলো যেমনঃ রমজান, ঈদ, বৈশাখ, খেলা ইত্যাদি নিয়ে কুইজ আয়োজন করে থাকে। সেই কুইজ গুলো তে অংশ নিয়ে সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে কয়েন জেতার সুযোগ রয়েছে।

Quiz-Rokomari-com-রকমারি কুইজ


এগুলো ছাড়াও রকমারি প্রায় সবসময় বিভিন্ন উৎসব, আচার-অনুষ্ঠান কে কেন্দ্র করে কোন না কোন অফার দিয়ে থাকে যা নিয়মিত পরিবর্তিত হয় বলে এখানে দেওয়া হয়নি। আপনি তাদের ওয়েবসাইট rokomari.com ভিজিট করলে সেগুলো খুব সহজে দেখতে পাড়বেন।