আর্টিকেল লিখে আয় করুন (সেরার খোঁজ) - Earn money writing article (Serar Khoj)

সেরার খোঁজ ব্লগের জন্য আর্টিকেল লিখে আয় করুন।

বেইসিক যে সকল বিষয়ে দক্ষ হতে হবেঃ

  • ভাল লিখতে পারেন

  • প্রচুর বই পড়েছেন এবং পড়েন (ইসলামিক বই, হাদিস গ্রন্থ যেমন রিয়াদুস সালেহীন, আর রাহীকুল মাখতুম ইত্যাদি)

  • মোটামুটি ইংরেজির দক্ষতা আছে (অন্তত পক্ষে কোন একটা টপিক এ লিখতে বললে সেটা বুঝিয়ে লিখতে পারেন এবং অনলাইন থেকে ব্লগ পড়ে বুঝার ক্ষমতা আছে)

  • ভালো ইন্টারনেট ব্রাউজ করতে জানেন (ইন্টারনেট থেকে যে কোন তথ্য খুজে বের করতে পারেন)

  • আর্টিকেল এর থাম্বনেইল ও অন্যান্য প্রয়োজনীয় ইমেইজ আপনার নিজেকে ডিজাইন করতে হবে। ইন্টারনেট থেকে ইমেইজ এনে ব্যবহার করা যাবে না (একান্ত তথ্যের জন্য প্রয়োজনীয় না হলে)। এক্ষেত্রে canva ব্যবহার করতে পারেন। তবে আপনি না পারলে আমরা আপনাকে শিখার সময় ও সুযোগ দিব।

  • অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো সময়ের সাথে দ্রুত শিখে নেয়ার মানসিকতা ও সক্ষমতা থাকতে হবে।

এই বিষয়গুলো পারলেই চলবে। বাকিসব আমরা দেখিয়ে দিব।

আর্টিকেল রাইটার হিসেবে জয়েন করার ধাপ সমুহঃ

  • প্রথমে গুগল ফর্ম টি পুরন করুন https://forms.gle/uUKKao4pFCkFhfuQ8

  • আপনার প্রদান করা তথ্যের ওপর ভিত্তি করে আমরা আপনার সাথে যোগাযোগ করবো।

  • বিস্তারিত আলোচনার জন্য google meet এ মিটিং করতে হবে।

  • আপনাকে আমরা আপনার ইচ্ছা মত একটি টপিক দিব। সেই টপিক এর ওপড় আপনাকে আর্টিকেল লিখতে হবে। বিস্তারিত নির্দেশনা আমরা মিটিং এ দিয়ে দিব।

  • এটি পুরোপুরি টেস্ট আর্টিকেল হবে, এর জন্য কোন প্রকার টাকা প্রদান করা হবে না এবং এটি আমরা আমাদের অয়েবসাইট এ পাবলিশও করবো না। (যদি আপনার লেখা ও টপিক আমাদের ভালো লাগে তাহলে পাবলিশ করতেও পারি, সেক্ষেত্রে তাঁর সম্মানি আপনাকে প্রদান করা হবে)

  • আমরা সাধারণত সবকিছু ঠিক থাকলে প্রথম ধাপেই আর্টিকেল পাবলিশ করি। কিন্তু প্রথম দিকে যদি আমরা মনে করি আরো কিছু উন্নতির প্রয়োজন আছে তাহলে আমরা দুই - তিন বার প্রতিটি আর্টিকেল এর জন্য একজন রাইটার কে আর্টিকেল এর আরো উন্নতি করে রিসাবমিট করার সুযোগ প্রদান করে থাকি। সেক্ষেত্রে আর্টিকেল এ কোথায় কোথায় উন্নতি প্রয়োজন তা জানিয়ে দেই (তবে মানহীন আর্টিকেল এর জন্য এই সুযোগ নয়)

  • আপনি আর্টিকেল সাবমিট করার পর যদি ৫-১০ দিনের মধ্যে আমাদের কাছ থেকে কোন আপডেট না পান তাহলে ধরে নিবেন যে আপনার আর্টিকেল টি বাছায় প্রক্তিয়ায় উত্তীর্ণ হয়নি।

  • পরবর্তীতে আপনি নিয়মিত আর্টিকেল লিখতে পারবেন।

বিঃদ্রঃ আমরা লিখিত যোগাযোগ এর থেকে মোখিক আলোচনায় বেশী বিশ্বাস করি তাই, অধিকাংশ ক্ষেত্রেই আমাদের বিস্তারিত আলোচনা সমূহ google meet এ হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার কোন সমস্যা থাকলে অনুগ্রহ করে আবেদন করবেন না।

আর্টিকেল লেখার নিয়মঃ

  • আর্টিকেল এর টপিক আমরা ঠিক করে দিব। এমনকি আর্টিকেল এর স্ট্রাকচার কেমন হবে তাও অনেক ক্ষেত্রে আমরা বলে দিব (কোন কোন বিষয় উল্ল্যেখ করবেন, কোন কোন প্যারা রাখবেন ইত্যাদি।) আপনাকে আপনার নিজস্ব জ্ঞান ও অনলাইন থেকে তথ্য সংগ্রহ করে লিখতে হবে।

  • প্রতিটি আর্টিকেল লেখার ক্ষেত্রে আপনাকে সেই বিষয় টি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। এমন না যে সেটার ওপর পান্ডিত্য অর্জন করতে হবে। তবে যতটুকু না হলেই নয়। কিছু আর্টিকেল পড়া, বই সম্পর্কে লিখতে হলে অন্তত পক্ষে বইটির কয়েকটি অধ্যায় পড়া।

  • আপনার লিখা আমাদের কাছে word file বা google sheet এর মাধ্যমে প্রদান করবেন।

  • প্রতিটি আর্টিকেল লিখার ক্ষেত্রে যথেষ্ট রিসার্চ করতে হবে এবং কোথা থেকে কোন তথ্য গ্রহন করছেন তাঁর লিংক সহ প্রদান করতে হবে।

    উদাহরনস্বরুপঃ

      মিজানুর রহমান আজহারী একজন বাংলাদেশি জনপ্রিয় ইসলামি বক্তা, ধর্ম প্রচারক ও লেখক। তিনি ২৬ জানুয়ারি ১৯৯০ ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও মা গৃহিণী। তিনি ছোট বেলায় ডেমরার বিক্ষাত দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় পড়াশোনা করেন। পরে সেখান থেকে বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান এবং মিশরে চলে যান।
    
      [Source: 
      1. https://serarkhoj.com/all-books-written-by-dr-mizanur-rahman-azhari
      ]
    
  • কোন জায়গা থেকে (ব্লগ, pdf, video) তথ্য কপি করা যাবে না। একান্ত প্রয়োজনে কোন তথ্য অন্য জায়গা থেকে নিতে হলে তা কপি না করে নিজের ভাষায় ভিন্নভাবে লিখতে হবে।

  • কোন প্রকার AI tools ব্যবহার করা যাবে না।

আপনার আর্টিকেল পাবলিশ হলে তা আপনার ইমেইল এ বা WhatsApp এ জানিয়ে দেয়া হবে।

যেহেতু, আর্টিকেল গুলো অনলাইন এ পাবলিশ হবে তাই, SEO একটি বড় বিষয় সেদিকে অবশ্যয় লক্ষ রাখতে হবে। শুরুতে আপনি না বুঝলে সেগুলো দেখিয়ে দেয়া হবে।

আপনি প্রত্যেক আর্টিকেলের জন্য ২০০-৬০০ টাকা করে পাবেন। শুরুতে ২০০ টাকা পাবেন। পরবর্তীতে আপনার কাজের ওপর সেটা বাড়ানো হবে। যেহেতু, আপনাকে আমরা মাসিক কোন চাকরি দিচ্ছি না তাই টাকা বাড়ানোর কোন নির্দিষ্ট সময় সীমা নেই। আমাদের যখন মনে হবে বাড়ানো উচিৎ তখনই বাড়ানো হবে (প্রথম দিকে আনুমানিক ৫-১০ টা আর্টিকেল পাবলিশ হওয়ার পর বাড়ানো হতে পারে।)

প্রতিটি আর্টিকেল এর সম্মানি আর্টিকেল পাবলিশ হওয়ার ২-৪ সপ্তাহের মধ্যে পরিশোধ করা হবে। প্রতি মাসে তিনবার পেমেন্ট করা হবে (মাসের ১০, ২০ ও ২৯ তারিখ)।

এক্ষেত্রে কোন প্রকার লিমিটেশন নেই। অর্থাৎ, ৫০০ বা ১০০০ হাজার টাকা জমা না হলে তুলতে পারবেন না এমন কোন কথা নেই। আপনার প্রতিটি আর্টিকেল এর টাকা সময়মত দিয়ে দেয়া হবে। একটি আর্টিকেল লিখেছেন একটির জন্য যা টাকা হয়েছে তা সময় হলে দিয়ে দেয়া হবে।

আর্টিকেল লেখার কোন নির্দিষ্ট সিমা নেই। আপনি যত ইচ্ছা আর্টিকেল লিখতে পারবেন।

বিঃদ্রঃ আমরা যেহেতু আপনার কাছ থেকে আর্টিকেল কিনে নিচ্ছি তাই এই আর্টিকেল এর মালিকানা আমাদের থাকবে। আপনি এই আর্টিকেল আর কোথাও রিপাবলিশ করতে পারবেন না এবং আগে পাবলিশ হয়েছে এমন কোন আর্টিকেল এখানে পাবলিশ করতে পারবেন না।

বিঃদ্রঃ আমরা একশত আর্টিকেল চাই না আমরা এমন একটা আর্টিকেল চাই যা হয়ত একশত আর্টিকেল এর কাজ দিতে পারে। এই বিষয়টি বিবেচনা করে এপ্লাই করুন।

বিঃদ্রঃ সেরার খোঁজ উপরোক্ত সকল শর্তের ক্ষেত্রে পুরোপুরি স্বাধীন। এই সকল শর্তের যেকোন সময় যেকোন প্রকার পরিবর্তন করার অধিকার সেরার খোঁজের রয়েছে।